অক্সফোর্ডের টিকা গ্রহণকারী ৯৩ শতাংশর শরীরে পাওয়া গেছে অ্যান্টিবডি

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার ২ ডোজ গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের ৯৩ ভাগের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। আর যারা এক ডোজ নিয়েছেন তাদের ৪১ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফরের পৃষ্ঠপোষকতায় গবেষণাটি করেছে ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। বিভাগটির প্রধান অধ্যাপক ডা. এস এম সামসুজ্জামান গবেষণাটির তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত ছিলেন।
৩০৮টি নমুনা নিয়ে অ্যান্টিবডি রেসপন্স বিষয়ক গবেষণাটি করা হয়েছে ৫ মাস ধরে। এতে সহযোগিতা করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।